টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শাহীন আফ্রিদিকে পেছনে ফেলল মুস্তাফিজুর রহমান
৬০৫ রেটিং পয়েন্টস নিয়ে টি টোয়েন্টি র্যাংকিংয়ের ২২ নম্বরে অবস্থান করছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং ৫৯৭ পয়েন্টস নিয়ে টেবিলের ২৩ নম্বরে অবস্থান করছে শাহিন আফ্রিদি।
অভিষেকটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। সেদিন বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুইটি উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। এই আছে মুস্তাফিজুর রহমানই একমাত্র সফল বোলার যার ইকোনমি ওই ম্যাচের সর্বনিম্ন ৪.২৫ । ঐদিন ওই তরুণ মোস্তাফিজুর রহমানের কাটার এবং সুইং এর সামনে টিকতে পারেনি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে সেরা শাহিদ আফ্রিদি ও আহমেদ শাহজাদের মত অভিজ্ঞ অভিজ্ঞ খেলোয়াড়। সেদিন বাংলাদেশ পেয়েছিল তাদের ইতিহাসের একমাত্র কাটার সুইং মাস্টার। এরপর একের পর এক ম্যাচে বাংলাদেশের জয়ে অবদান রেখেছিল বাংলাদেশের এই কাটার সুইং মাস্টার মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজের তার টি টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে ৪০টি ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন 58 টি। নচিকেতার ইকোনমি রেট ৬.৫৮। নিউজিল্যান্ডের সাথে খেলা গত ম্যাচেও তার ইকোনমি রেট ছিল মাত্র ২.৫৬।
মুস্তািজুর রহমান একমাত্র প্লেয়ার যিনি যিনি বাংলাদেশের হয়ে আইপিএলে ২০১৭ সাল থেকে খেলে আসছেন।