রমজানের তারাবি নামাজ আদায় করার নিয়ম ২০২৪

Jahid Hasan

বাংলাদেশ আজকে থেকে শুরু হতে যাচ্ছে রমজান। আর এই রমজান উপলক্ষে একজন ব্যক্তিকে অবশ্যই ৩০ টি রোজা পালন করতে একজন মুসলমানকে। ঠিক রোজা রাখার পাশাপাশি অবশ্যই একজনকে রমজানের তারাবি নামাজ আদায় করতে হবে।

রমজানের তারাবি নামাজ আদায় করার নিয়ম ২০২৪

রমজানের তারাবি নামাজ নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে এমনকি মতবাদ রয়েছে। তারাবি নামাজ হচ্ছে সুন্নত। প্রতি দুই রাকাত করে নামাজ আদায় করতে হবে। এরপর এইভাবে নামাজ পড়তে হয় বেশ কয়েক রাকাত। তবে আমাদের দেশে যেতে বেশি বিতর্ক রয়েছে সেটি হচ্ছে ২০ রাকাত নামাজ নাকি ৮ রাকাত নামাজ সে বিষয়টি নিয়ে। অনেকে বলে থাকেন তারাবি নামাজ হচ্ছে মোট ২০ রাকাত আবার অনেকে বলেন তারাবি নামাজ হচ্ছে মোট ৮ রাকাত। আবার অনেকেই বলে থাকে যার যতটুকু সামর্থ্য ততটুকুই পড়তে হবে তবে সর্বনিম্ন ৮ রাকাত।

তবে সেটি নির্ভর করে তারা কোন বিষয়টি অনুসরণ করে সে বিষয়ের উপর। হানাফি, শাফিয়ি ও হাম্বলি অনুসারীরা রমজানের সময় ২০ রাকাত আদায় করেন। আবার আহলে হাদিসরা ৮ রাকাত আদায় করেন।

অন্যান্য প্রতিবেদন- রংপুর বিভাগের রমজানের ক্যালেন্ডার

Share This Article