সরকারি ও বেসরকারি প্রভাষকদের বেতন ভাতা হিসাব (বেতন স্কেল ২০২৪)

Shaheda Jannat

মহান আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদের যে সৃষ্টি করেছেন। আজকে আমি আমার সম্মানিত কলেজ এর প্রভাষকদের বেতন ভাতা সম্পর্কিত কিছু তথ্য লিখব । সত্যিকার বলতে সরকারি ও বেসরকারি প্রভাষকদের বেতন ভাতা সম্পর্কিত বিষয়টি তুলনা করা কঠিন কেননা সেখানে অনেক ব্যাবধান। তারপর ও আমি আপনাদের বুঝার স্বার্থে কিছু তুলে ধরব।

প্রথমত: চাকুরীর সুবিধা/ছুটি কালীন সুবিধা/ অন্যান্য সুবিধা এসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সরকারি কলেজ এর প্রভাষকদের বেতন স্কেল:

বাংলাদেশের সরকারি উচ্চ মাধ্যমিক, অনার্স ও ডিগ্ৰী কলেজ গুলোতে শিক্ষক নিয়োগ দেবার জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডার পদ সৃষ্টি করা হয়।

একনজরে একজন বিসিএস ক্যাডারের কর্মকর্তা:

সাধারণ পদবী, প্রভাষক (লেকচারার) 

  • ১, প্রতিষ্ঠানের ধরন: সরকারি কলেজ।
  • ২, ক্যারিয়ার এর ধরন: ফুল টাইম।
  • ৩, লেবেল: এন্ট্রি অর্থাৎ তিনি এন্ট্রি লেভেলে চাকরি পান।
  • ৪, অভিজ্ঞতা: পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নয়। অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই তারা চাকরি পান।

বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডার হিসাবে উত্তীর্ণ হলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী NAEM এ ৪ মাসের ফাউন্ডেশনের কোর্স করানো হয়।

তারমানে আপনি যদি বিসি,এস এ ঠিকেন তাহলে আপনাকে ৪ মাসের ফাউন্ডেশন কোর্স করানো হবে তাতে যদি ঠিকেন তাহলে আপনাকে শিক্ষা ক্যাডার এ যোগদান এর সুযোগ দেয়া হবে।

একজন প্রভাষক কোথায় কাজ করেন?

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ( ব্যানবেইস) এর তথ্যনুযায়ী বাংলাদেশ উচ্চমাধ্যমিক , অনার্স,ডিগ্ৰী মিলিয়ে মোট সরকারি কলেজ এর সংখ্যা ৩১৯ টি, বিসি,এস এ সাধারণ শিক্ষা ক্যাডাররা এসব কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তারমানে উচ্চমাধ্যমিক কলেজ গুলো ডিগ্ৰী , অনার্স নিয়ে গঠিত।

বেতন স্কেল

সরকারি কলেজে একজন প্রভাষক এর মাসিক ভাতা:

প্রভাষক: সরকারি কলেজ এর একজন প্রভাষক ৯ম গ্ৰেডে তিনি বেতন পান।

মূল স্কেল: ২২,০০০ টাকা।

বাসা ভাড়া ঢাকা শহরে: ১২,১০০ টাকা।

চট্টগ্রামে, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ অন্যান্য: ৯,৯০০ টাকা।

অন্যান্য গ্ৰাম অঞ্চল এ: ৮,৮০০ টাকা।

চিকিৎসা ভাতা: ১৫০০ টাকা, সকলের জন্য প্রযোজ্য।

এসব মিলে মোট বেতন গিয়ে দাঁড়াবে একজন সরকারি কলেজ এর প্রভাষক এর ঢাকা সিটি: ৩৫,৬০০ টাকা। অন্যান্য সিটি: ৩৩,৪০০ টাকা।

অন্যান্য এলাকা/ গ্ৰাম অঞ্চল: ৩২,০০ টাকা। এগুলো তিনি চাকরির শুরুতে পান।

শিক্ষা সহায়ক ভাতা এক সন্তানের জন্য: ৫০০ টাকা।

এতে গিয়ে ও একজন প্রভাষক এর বেতন আরো বাড়বে।

স্বামী ও স্ত্রী উভয়ে যদি চাকরি করেন তাহলে সন্তান দুজন হলে একজন শিক্ষা সহায়ক ভাতার অন্তর্ভুক্ত হবে।

উৎসব ভাতা: দুই ঈদে দুটি উৎসব ভাতা পাবেন: ২২,০০০*২=৪৪,০০০ টাকা। বাংলা নববর্ষ এ ২০% করে দেয়া হয় একজন সরকারি প্রভাষককে। পাহাড়ি ভাতা ও দেয়া হয়।

একজন প্রভাষক এর ক্যারিয়ার কেমন হতে পারে?

প্রমোশন/ উচ্চতর গ্ৰেড: ২/৩ বছর প্রভাষক হিসেবে কর্মরত থাকলে বেতন স্কেল ৯ ম থেকে ৮ ম গ্ৰেডে হবে। ৩ বছরে ২ টা ইনক্রিমেন্ট পাবেন।

১ম ইনক্রিমেন্টে

দ্বিতীয় বছরে যদি ইনক্রিমেন্ট পান ১ম ইনক্রিমেন্টে: মূলস্কেল হবে ২৩,১০০ টাকা। এককথায় ১ম ইনক্রিমেন্টে একজন প্রভাষক এর বেতন অনেক বাড়বে।

মোট বেতন হবে: ৩৭,৩০৫ টাকা।

অন্যান্য সিটি: ৩৪,৯৯৫ টাকা।

গ্ৰাম/ অঞ্চল: ৩৩,৮৪০ টাকা।

চিকিৎসা ভাতা: ১৫০০ ই থাকবে।

৩য় বছর অর্থাৎ ইনক্রিমেন্ট ২য়:

মূল বেতন: ২৪,২৬০ টাকা

তার বেতন স্কেল বাড়বে এবং তা হবে

ঢাকা সিটি: ১৩,৩৪৩ টাকা।

অন্যান্য সিটি: ১০,৯১৭ টাকা।

অন্যান্য অঞ্চল: ৯,৭০৪

চিকিৎসা ভাতা : ১৫০০ টাকা।

মোট বেতন দাড়াবে

ঢাকা সিটি: ৩৯,১০৩ টাকা

অন্যান্য সিটি: ৩৬,৬৭৭ টাকা 

অঞ্চল: ৩৫,৪৬৪ টাকা।

বাসা ভাড়া অনেক বেড়ে যাবে।

৩ বছর পর ৮ম গ্ৰেডে উন্নীত হয়ার পর ইনক্রিমেন্ট সহ আপনার মূল স্কেল বেড়ে যাবে। এছাড়া শিক্ষা সহায়ক ভাতা বাড়বে। এক সন্তানের জন্য ৫০০ টাকা দুই সন্তানের জন্য ১০০০ টাকা ইত্যাদি একজন সরকারি কলেজ এর প্রভাষক এর বেতন ভাতা অনেক অনেক।

আবার বলা যায় সরকারি কলেজ এ যোগদান এর ৪ থেকে ৮ বছর এর মধ্যে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি হয়।

ধরা যাক ৮ম বছর পর ৯ম বছর এ পদোন্নতি পেলেন অধ্যাপক পদে, তাহলে ইনক্রিমেন্ট এ ৮ম বছর এ তার বেতন হয়ে যায় ৩৪০১০ টাকা।

পদোন্নতি পেলেন ৬ষ্ট গ্ৰেডে। তিনি আরো টাকা বাড়তি পেলেন ইনক্রিমেন্ট এ মূল স্কেল এর সাথে যোগ হবে ৩৫,৫০০+১২,৫০০= ৪৮,০০০ টাকা।

এককথায় বলা যায় একজন সরকারি কলেজ এর প্রভাষক এর বেতন অনেক একজন বেসরকারি প্রভাষক এর তুলনায়।

সাধারণত অধ্যাপকরাই কলেজ এর অধ্যক্ষ হন, তবে কোন কোন ক্ষেত্রে অধ্যাপক এর অবর্তমানে সহযোগী অধ্যাপকরাই অধ্যক্ষের ভূমিকা পালন করেন।

আরোও দেখুন: এমপিওভুক্ত শিক্ষকদের অবসর কল্যানের হিসাব (পেনশন হিসাব)

আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বেতন ভাতা নিয়ে:

সরকারি কলেজ ও উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এ শিক্ষকতা ছাড়া ও সাধারণ শিক্ষা ক্যাডাররা পদোন্নতির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর , বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী NAEM এ উপ-পরিচালক  ও মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ চেয়ারম্যান হিসেবে কাজের সুযোগ পান এছাড়া ও সরকারের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রোজেক্ট এ পরিকল্পনাতূ কাজের সুযোগ আছে।) 

এবার আমি বেসরকারি কলেজ এ প্রভাষক পদে আপনি কি কি/কি পরিমান এ বেতন ভাতা পান তার সামান্য তুলে ধরলাম।

যোগদান এর সাথে সাথে একজন প্রভাষক ৯ম গ্ৰেডে বেতন পান।

মূল স্কেল: ২২,০০০ টাকা।

বাসা ভাড়া: ১০০০ টাকা।

চিকিৎসা ভাতা: ৫০০ টাকা।

কলেজ থেকে ১০%দেয়া হয়।

১০%=২২০০ টাকা।

চাকরি স্কুল কমিটির দ্বারা স্থায়ী হলে ২০%যা ৪৪০০ টাকা।

উৎসব ভাতা: ২৫%+২৫%=৫০%

সরকারি থেকে ১১০০০ টাকা দুই ঈদে দিয়ে থাকেন ২২,০০০ টাকা।

বাংলা নববর্ষ এ পান ২০%মূল স্কেল এ হয় ৪,৪০০ টাকা।

এই হচ্ছে বেসরকারি প্রভাষকদের বেতন ভাতা। আবার অনেক প্রতিষ্ঠান এ আরো বেশি বেতন ভাতা দেয়া হয়।

সুতরাং বলা যায় সরকারি কলেজ এ প্রভাষক ও বেসরকারি প্রভাষকদের বেতন ভাতা সম্পর্কিত বিষয় এ অনেক ব্যবধান বিদ্যমান।তবে আমারা সবাই সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি  যেন সকল বেসরকারি কলেজ স্কুল গুলো যেন অতি সহজেই জাতীয়করণ হয়ে যায় আল্লাহ যেন সেই তৌফিক দান করুন আমীন।ভূল ত্রুটি থাকতে পারে ক্ষমা করে কমেন্ট করবেন।

আরোও দেখুন: বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের কল্যান ট্রাস্টের আবেদন পদ্ধতি

Share This Article