এমপিওভুক্ত শিক্ষকদের অবসর কল্যানের হিসাব (পেনশন হিসাব)

Shaheda Jannat

(১১.৭) ধারার গুরুত্বপূর্ণ ধারা: প্রিয় সম্মানীত শিক্ষক বৃন্দ, ১১.৭ ধারায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী গন উচ্চতর স্কেল বা পদোন্নতি পেলে তাঁর মূল বেতন তাঁর আহরিত বেতন এর চেয়ে কম হবে না। অর্থাৎ তার মূল নির্ধারিত বেতন ২০১৫ জাতীয় বেতন অনুযায়ী।

সর্বশেষ জাতীয় বেতন স্কেলের সাথে মিলিয়ে প্রাপ্য উচ্চতর স্কেল/ পদোন্নতি স্কেলের যে ধাপে মিলবে  সে ধাপে নির্ধারিত হবে। আবার ধাপ না মিললে পরবর্তী ধাপে নির্ধারিত হবে।

এমপিও নীতিমালা ২০২৪

(ক) ১১ তম গ্ৰেডে কারো বর্তমান আহরিত মূল বেতন যদি ১৬.৭৮০/ টাকা হয় , তিনি ১০ম গ্ৰেডে উচ্চতর স্কেল পেলে তাঁর মূল বেতন   Fixation করে হবে ১০ ম গ্ৰেডে ১৬,৮০০/ টাকা  ( জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) 

(খ)  ৯ ম গ্ৰেডে কার ও বর্তমান মূল বেতন যদি ২৫,৪৮০/ টাকা হয় । তিনি ৮ম গ্ৰেডে উচ্চতর স্কেল / পদোন্নতি পেলে তাঁর মূল বেতন  Fixation করে হবে  ৮ম গ্ৰেডে ২৬,৬৩০/ টাকা ( জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) 

(গ) ১৬ তম  গ্ৰেডে কারো বর্তমান  আহরিত মূল বেতন যদি ১১,৩২০/ টাকা হয়  তিনি ১৫ তম গ্ৰেডে উচ্চতর স্কেল  পেলে Fixation  করে তাঁর মূল বেতন ১৫ তম গ্ৰেডে হয়ে  ১১,৮১০/ টাকা ( জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) 

এখন আপনাদেরকে আমি একটু সাহায্য করব  কিভাবে অবসরকালীন ভাতা বা কল্যানের  হিসাব বের  করবেন। 

২০০৫ এর প্রবিধান অনুযায়ী: 

১,। ১০ বছর বা তার বেশি  কিন্তু ১১ বছর থেকে কম=১০*৩= ৩০ মাস।

২, । ১১ বছর বা তার বেশি কিন্তু ১২ বছর থেকে কম  ১১*৩= ৩৩ মাস।

৩, । ১২ বছর বা তার বেশি কিন্তু  ১৩ বছর থেকে কম ১২*৩ =৩৬ মাস।

৪, । ১৩ বছর বা তার বেশি কিন্তু  ১৪ বছর থেকে কম ১৩*৩=৩৯ মাস।

৫,. । ১৪ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছর  থেকে কম ১৪*৩= ৪২ মাস।

৬, । ১৫ বছর বা তার বেশি ১৬ বছর থেকে কম ১৫*৩ =৪৫ মাস।

৭, ।১৬ বছর বা তার বেশি কিন্তু ১৭ বছর থেকে কম ১৬*৩,=৪৮ মাস।

৮, । ১৭ বছর বা তার বেশি কিন্তু ১৮ বছর থেকে কম ১৭*৩=৫১ মাস।

৯, । ১৮ বছর বা তার বেশি কিন্তু ১৯ মাস এর কম ১৮*৩=৫৪ মাস।

১০, । ১৯ বছর বা তার  বেশি কিন্তু ২০ এর কম ১৯*৩=৫৭ মাস।

১১, । ২০ বছর বা তার বেশি কিন্তু ২১ এর কম ২০*৩=৬০ মাস।

১২, । ২১ বছর বা তার বেশি কিন্তু ২২ মাস এর কম ২১*৩ = ৬৩ মাস।

১৩, । ২২ বছর বা তার বেশি কিন্তু ২৩ মাসের কম ২২*৩= ৬৬ মাস।

১৪,  । ২৩ বছর বা তার বেশি কিন্তু ২৪ এর কম ২৩*৩= ৬৯ মাস।

১৫, । ২৪ বছর বা তার বেশি কিন্তু ২৫ মাসের  কম ২৪*৩= ৭২ মাস।

১৬, । ২৫ বছর বা তার বেশি হলে ২৫*৩=৭৫ মাস।

অবসর: ২৫*৩= ৭৫ মাস ।

কল্যান ৩০ বছর = ৩০ মাস।

 সর্বমোট = ১০৫ মাস ।

সম্মিণীত শিক্ষক  আপনারা অবসর ভাতা পাবেন  ঐ ১০৫ মাসের সাথে আপনার সর্বশেষ যে বেসিক থাকবে সে অনুযায়ী। ধর সর্বশেষ বেসিক ৮০ হাজার ৮০*১০৫=৮৪ লাখ  এভাবে আপনার বেসিক এর সাথে ১০৫ গুন হয়ে যা হবে।

আরোও পড়ুন: সর্বজনীন পেনশন স্কিম: কিভাবে দেওয়া হবে, কি কি সুবিধা পাবেন?

কিভাবে শিক্ষকদের অবসর কল্যানের জন্য আবেদন করবেন?

এমপিওভুক্ত শিক্ষকদের অবসর কল্যানের
এমপিওভুক্ত শিক্ষকদের অবসর কল্যানের
এমপিওভুক্ত শিক্ষকদের অবসর কল্যানের

সবশেষে একথা বলতে চাই জানিনা আমি কতটুকু আপনাদের কে বুঝাতে  পারলাম কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানতে পারবেন‌।

আরোও পড়ুন: জিপিএফ ব্যালেন্স চেক করুন সহজেই

Share This Article