চট্টগ্রাম Vs খুলনা বিপিএল | Chittagong Vs Khulna Live
সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে মাঠে নামছে চট্টগ্রাম Vs খুলনা বিপিএল ম্যাচ। যারা আজকের এই খেলাটি অর্থাৎ Chittagong Vs Khulna Live Bpl দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়বেন।
বিপিএলের ইতিমধ্যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে তার মধ্যে গতকালকে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা আর কুমিল্লা খেলা। সেখানে ঢাকার কাছে কুমিল্লা হেরে গিয়েছে এবং সন্ধ্যার দিকে অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম এবং সিলেটের ম্যাচ। এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হেরে গিয়েছে সিলেটের কাছে বেশ কয়েক রানের ব্যবধানে। তবে এখন তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে। কিন্তু তাদের সামনে রয়েছে খুলনার টাইগার জানাও তুলনামূলকভাবে এবারে টিম হিসেবে শক্তিশালী। চট্টগ্রাম এর আগের ম্যাচ খেললেও খুলনার কাছে এটি নতুন ম্যাচ। সেই হিসাবে চট্টগ্রাম তাদের অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে এবারে মেসেজ করার একটি দারুণ সুযোগ রয়েছে। অন্যদিকে খুলনা ও বেশ প্রস্তুতি গ্রহণ করছে তাদের জয় নিতে।
চট্টগ্রাম বনাম খুলনা বিপিএল লাইভ ম্যাচ
আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দুইটি দল অনেক শক্তিশালী। এখন আমরা জানবো এই দুই দলের স্কোয়াডে কোন কোন খেলোয়াড় রয়েছে তাদের তালিকা সম্পর্কে। একটি দলে কে কে পারফরম্যান্স করবে সে বিষয়ের উপরে দলের পারফরম্যান্স নির্ভর করে। আসুন আমরা বিভিন্ন দলের স্কোয়াড সম্পর্কে দেখে নেই এখন।
খুলনা টাইগার্স স্কোয়াড ২০২৪
- নাসুম আহমেদ,
- আকবর আলী,
- সুমন খান
- নাহিদুল ইসলাম,
- মাহমুদুল হাসান,
- এনামুল হক,
- এভিন লুইস,
- পারভেজ হোসেন,
- হাবিবুর রহমান,
- কাসুন রাজিতা,
- ফাহিম আশরাফ,
- ধনাঞ্জয়া ডি সিলভা,
- শাই হোপ,
- মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
- আফিফ হোসেন,
- রুবেল হোসেন,
- দাসুন শানাকা,
- মুকিদুল ইসলাম,
চট্টগ্রাম Vs খুলনা Live Run
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড ২০২৪
- শুভাগত হোম,
- জিয়াউর রহমান,
- বিলাল খান,
- শাহাদাত হোসেন,
- সালাউদ্দিন শাকিল
- নিহাদউজ্জামান,
- শহীদুল ইসলাম,
- মোহাম্মদ হারিস,
- নাজিবউল্লাহ জাদরান,
- ইমরানুজ্জামান,
- কার্টিস ক্যাম্ফার,
- মোহাম্মদ হাসনাইন,
- স্টিভ এসকিনাজি
- তানজিদ হাসান তামিম,
- আল আমিন হোসেন,
- সৈকত আলী,
খুলনা বনাম চট্টগ্রাম লাইভ দেখার নিয়ম
উপরে আপনারা দেখলেন চট্টগ্রাম বনাম খুলনা বিপিএল স্কোয়াড সম্পর্কে। এই খেলা আমাদের ওয়েবসাইটের সরাসরি সম্প্রচার করা হবে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি টক অ্যাপের মাধ্যমে আপনারা ভিডিও আকারে লাইভ খেলা উপভোগ করতে পারবেন। এছাড়াও স্কোর দেখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন মাই জিপি অ্যাপ এবং দারাজ অ্যাপস।
চট্টগ্রাম বনাম খুলনা লাইভ দেখার পাশাপাশি আরো অন্যান্য খেলা দেখার জন্য আমাদের নিচের দেওয়া লিংকে প্রবেশ করবেন অথবা আমাদের খেলা খবর ক্যাটাগরি দেখবেন।