কিভাবে কথা বললে সবার মনোযোগ তোমার দিকে থাকবে?

HM Mahfuj

কথা বলা অনেক মানুষের সামনে এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় যাকে ইংরেজিতে Communication Skill বলা হয়, আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে তাহলে আপনি যেকোন কিছু মানুষের সামনে সুন্দর করে সাজিয়ে তুলে ধরতে পারবেন।

এই প্রতিবেদনে আপনাদেরকে কয়েকটি টিপস শেয়ার যেগুলো ফলো করতে পারলে সবার মনোযোগ আপনার দিকে থাকবে।

১. নিজেকে একটু পরিবর্তনের চেষ্টা করা এর জন্য প্রথমে নিজের পার্সোনালিটি এবং ফেস ভ্যালু উন্নত করতে হবে আর এটি আপনি সহজেই করতে পারেন।

২. স্পষ্টভাবে কথা বলা আপনি কথা বলার সময় শব্দ গুলো স্পষ্ট থাকতে হবে যাতে করে যারা উপস্থিত আছে খুব দ্রুত বুঝে নেয়।

৩. Confidence নিয়ে কথা বলা, এর জন্য কথা বলার সময় নিজের মধ্যে আত্মবিশ্বাস খুব বেশি থাকতে হবে।

৪. ঘাবড়ানো থেকে বিরত থাকা এর জন্য নিজের মধ্যে নার্ভাসনেস আনবেন না।

৫. হাসি মেজাজে কথা বলা এর জন্য হাসিখুশি এবং উৎফুল্ল মেজাজ কথা বলতে থাকুন।

৬. যখন অন্যরা কথা বলবে তখন তাদের কথা মনোযোগ দিয়ে আপনি শুনুন।

৭. বক্তব্য বা কথা বলুন গুছিয়ে এবং সকল পয়েন্ট সঠিক ভাবে ঠিক রাখেন ধারাবাহিক ভাবে।

৮. বেশি করে স্কিল ডেভেলপমেন্টে কাজ করুন এর করতে পারেন প্রচুর পরিমাণ জ্ঞান আহরণ করে এবং চেষ্টা করুন এর দ্বারা নিজেকে সমৃদ্ধ রাখতে।

৯. Eye Contact ঠিক রাখুন এর জন্য চোখে চোখ রেখে কথা বলতে হবে।

১০. যখন কথা বলবেন তখন লক্ষ রাখুন অন্যের মনস্তত্ত্ব বুঝে সেই অনুযায়ী কথা বলার।

১১. সব সময় মানুষের মাঝে মধ্যে প্রশংসা করুন।

১২. নিজেকে তুলনা করুন অন্যের জায়গায় নিয়ে তাহলে অনেক বিষয় জানা হয়ে যাবে।

এই ছিল কয়েকটি বিষয় যেগুলো ফলো করতে পারলে যেকোন সময় মানুষ মনোযোগ দিয়ে আপনার কথা শুনতে থাকবে। ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন।

আরোও পড়ুন: শীতে ত্বকের যত্ন কীভাবে নিবেন?

Share This Article