ঢাকা থেকে কক্সবাজার লাইনে ট্রেনের ভাড়া ২০২৩

MD Tahmid
ঢাকা থেকে কক্সবাজার লাইনে ট্রেনের ভাড়া কত?

ঢাকা থেকে কক্সবাজার লাইনে ট্রেন চলাচল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাই ঢাকা টু কক্সবাজারে যেতে ভাড়া কত নির্ধারন হয়েছে তা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন।

বাংলাদেশের অন্যতম টুরিস্ট এটারাকশন জায়গা কক্সবাজার সমুদ্র সৈকতে এখন খুব সহজেই‌ ট্রেন এর মাধ্যমে যাওয়া যাবে। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সরাসরি কক্সবাজার নবনির্মিত ট্রেন টেশন এ যেতে পারবেন। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব ৫৫১ কিলোমিটার।

ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৩

  • শোভন চেয়ার ভাড়া – ৫০০ টাকা
  • নন এসি বার্থ ভাড়া – ১১৫০ টাকা
  • প্রথম শ্রেণি/ নন এসি কেবিনে সিট ভাড়া – ৭৭১ টাকা
  • এসি সিট ভাড়া – ১১৫০ টাকা
  • স্নিগ্ধা / এসি চেয়ার ভাড়া – ৯৬১ টাকা

আপনি যেহেতু বিরতিহীন ট্রেনে করে যাবেন তাই ননস্টপ চার্জ হিসেবে টিকিটের মূল ভাড়ার ১০% অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে। এই অতিরিক্ত ১০% মিলিয়ে ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ভাড়া দাঁড়াবে একটু বেশি।

বাড়তি চার্জসহ ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়ার তালিকা

  1. শোভন চেয়ার ভাড়া – ৫৫০ টাকা।
  2. এসি সিট ভাড়া – ১১৫০ টাকা
  3. স্নিগ্ধা ভাড়া – ৯৬১ ঢাকা
  4. প্রথম শ্রেণি ভাড়া – ৮৪৯ টাকা
  5. নন এসি বার্থ ভাড়া – ১১৫০ টাকা
  6. নমি সার্থ ভাড়া – ১৭২৫ টাকা

বিস্তারিত পড়ুন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন বিধি

সব ধরনের আপডেট খবর পেতে আমাদের সাইট foxbdnews.com এর মধ্যে ভিজিট করুন এবং তার পাশাপাশি আপনারা আমাদের প্রকাশিত সব ধরনের খবর সহজেই পেতে আমাদের সাইটটিকে সাবস্ক্রাইব করুন।

Share This Article