কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়

ফাজার নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ বিদেশে ভ্রমণ করে। তার মধ্যে অধিকাংশ মানুষ ভ্রমণ করে কাদের জন্য। কিন্তু কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি রয়েছেন বেশ কিছু যা একজন ভ্রমণকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই বিষয়গুলো অনুসরণ না করা হয় তাহলে পরবর্তী সময়ে যেকোনো ধরনের ঝামেলা পোহাতে পারে।

তাই বিদেশে ভ্রমণের পূর্বে অবশ্যই আপনারা বেশ কিছু করণীয়গুলো করে নেবেন প্রথমে। এই গুরুত্বপূর্ণ বিষয় অনেকের জানা নেই। যাদের জানা রয়েছে তাদের জন্য রইল শুভকামনা আর যার জানা নেই তারা নিজের ধাপগুলো অনুসরণ করবেন। তাহলে অনেকটাই ভ্রমণের পূর্বে নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন এবং বিভিন্ন বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থেকে যাবে।

কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি

০১। বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন।

০২। পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার জোন DEMO তে গিয়ে নিবন্ধন করুন।

০৩। গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

০৪। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

০৫। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে গমন করুন।

০৬। ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন।টিভিসি-১

০৭। বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।

০৮। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।টিভিসি-২  

৯। বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলু্ন। (TVC)

১০। বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন। (TVC)

১১। সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন। (TVC)

১২। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।

১৩। প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন।

১৪। বিদেশ যেতে ও বিদেশ থেকে ফিরে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ নিন।

উপরে কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি সম্পর্কে জানলেন। এগুলো ছাড়াও আরো অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা একজন ভ্রমণকারী জানা দরকার। তবে যাওয়ার পূর্বে অবশ্যই অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন এবং বিভিন্ন আইনি নিয়ম কানুন গুলো জেনে নিবেন। তাহলে নিরাপদে বিদেশে ভ্রমণ করতে পারবেন এবং নিজেকে সুরক্ষা রাখতে পারবেন।

আরো পড়ুন: কানাডার বিদেশি শিক্ষার্থী কমানোর সিদ্ধান্ত গ্রহণ

Share This Article