রমজানে রোজার বাজারের তালিকা

Jahid Hasan

আমাদের আজকের এই প্রতিবেদন হাজির হয়েছে রমজানের ইফতার এবং বাজার সংক্রান্ত তথ্য দিয়ে। খুব শীঘ্রই আসতে চলেছে মাহে রমজাদা সে উপলক্ষে অনেকে করবেন বিভিন্ন ধরনের বাজার সামগ্রী। তাদের তালিকা সহজ করে দেওয়ার জন্যই আমরা হাজির হয়েছি এই প্রতিবেদন।

রমজান মাস উপলক্ষে মানুষজন আলাদাভাবে বাজার সামগ্রী রুটিন তৈরি করে এবং খাবারদাবারের বেশ পরিবর্তন নিয়ে আসে। কনফিউশনে পড়ে যায় রমজানে কি কি বাজার করা দরকার আর কি কি বিষয় রাখা দরকার। প্রতিবেদন শেষ পর্যন্ত পড়লে আপনি সকল তথ্যগুলো এবং বাজেট নির্ধারণ করতে পারবেন। কারণ পবিত্র মাহে রমজান মুসলমানের জন্য বিশেষ একটি মাস। আল্লাহ তাআলা এই এ মাসে বান্দার উপর বেশি রহমত নাযিল করে এবং তার গুনাহ মাফ করে দেন। এই গুনাহ মাফ করার জন্য সুযোগ রয়েছে পুরো রমজান মাস। প্রত্যেক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ ঠিক তেমনভাবে ফরজ করা হয়েছে 30 টি রোজা। নির্দিষ্ট ‌কারণ ব্যতীত এই রোজা ভঙ্গ করা যাবে না। রোজা ভঙ্গ করলে পরবর্তী সময়ে তা কাজে আদায় করে নিতে হবে।

রমজানে রোজার বাজারের তালিকা

আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। আরো অনেকেই প্রস্তুতি নিচ্ছে ইফতার এবং সেহরির জন্য প্রয়োজনীয় বাজার সামগ্রী। প্রয়োজনে বাজার সামগ্রী তালিকা দেখতে চান তারা নিচে থেকে দেখে নিন।

  • চিনি।
  • খেজুর।
  • ছোলা।
  • মুড়ি।
  • ফলমূল।
  • ট্যাংক।
  • জুস।
  • ডাল।
  • সবজি।
  • দুধ।

উপরের এই খাবার তালিকা ব্যতীত আরো অন্যান্য বাজার তালিকা সংযুক্ত করতে পারেন প্রয়োজন অনুসারে। এই ছিল রমজানের রোজার বাজারে তালিকা। এরকম রমজান সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকার আপডেটের সঙ্গে থাকবেন।

Share This Article