রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম পাঞ্জাব কিংস লাইভ স্কোর RCB vs KXIP Live score
আজকে রাত আটটার দিকে অনুষ্ঠিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম পাঞ্জাব কিংস। আর এবারের খেলাতে পারফরম্যান্স করছে এ দুটি দল। যে সকল দর্শকরা RCB vs KXIP Live দেখতে আগ্রহী হচ্ছেন। তারা আমাদের প্রতিবেদন থেকে সরাসরি এই লাইভ খেলা দেখে নেবেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স স্কোয়াড ২০২৪
এবারের এই দলে পারফরমেন্স করছে সকল দেশের বিদেশী ক্রিকেট তারকা। যেমন রয়েছে বিরাট কোহেলি, ম্যাক্সওয়েল এবং অনলাইনে খেলোয়ারেরা। আসুন নিচে থেকে তাদের তালিকা দেখি।
- ফাফ ডু প্লেসি (অধিনায়ক),
- বিরাট কোহলি,
- গ্লেন ম্যাক্সওয়েল,
- মোহম্মদ সিরাজ,
- দীনেশ কার্তিক,
- অনুজ রাওয়াত,
- মাহিপাল লমরোর,
- টম কারান,
- রাজন কুমার,
- হিমাংশু শর্মা
- মনোজ ভান্ডাগে,
- রজত পাতিদার,
- রিস টপলি,
- উইল জ্যাকস,
- লকি ফার্গুসন,
- স্বপ্নীল সিং,
- সৌরভ চৌহান
- সূয়াশ প্রভুদেশাই,
- কার্ন শর্মা,
- মায়াঙ্ক ডাগার,
- বিশাখ বিজয়কুমার,
- আকাশ দীপ,
- ইয়াশ দয়াল,
- আলজারি জোসেফ,
Regroup ✅
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 25, 2024
Reflect ✅
Recharge ✅
Ready for tonight 👊#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 pic.twitter.com/96Vrie7HxG
রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম পাঞ্জাব কিংস লাইভ স্কোর
এবারের এই দুইটি দলের খেলা জমে উঠবে। কেননা উভয় দলের খেলোয়াড়েরা দুর্দান্ত করেছে গত ম্যাচগুলোতে। তবে পরিসংখ্যান হিসাব করলে বেশ জটিল হয়ে যায়। কারণ এ পর্যন্ত যতগুলো এদের বিপরীতে রাজ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে রয়েল চ্যালেঞ্জার্স বেশি জয় লাভ করেছে। তবে পূর্বের তুলনায় এবার পাঞ্জাব কি দুর্দান্ত ভাবে খেলে আসছে শুরু থেকেই। যার কারণে এবারের ম্যাচ হাড্ডাহাড্ডি এভাবে অনুষ্ঠিত হবে।
সময় রাতঃ ৮টা
যারা এই খেলাটি সরাসরি দেখতে আগ্রহী তারা অপেক্ষা করুন কারণ খেলা অনুষ্ঠিত হবে রাত আটটা থেকে। খেলা শুরু হওয়া মাত্রই উপরের স্কোরবোর্ড চালু হবে আর সেখান থেকে লাইভ খেলা উপভোগ করতে পারবেন।
পাঞ্জাব কিংস স্কোয়াড
এবার এই দলে রয়েছে শক্তিশালী সকল খেলোয়ার। আসুন নিচে থেকে দেখি কোন কোন খেলোয়াড় এবার এই দলের হয়ে পারফরম্যান্স করবে তাদের তালিকা।
- জিতেশ শর্মা,
- প্রভসিমরান সিং,
- শিখর ধাওয়ান,
- জনি বেয়ারস্টো
- রাহুল চাহার,
- আর্শদীপ সিং, ,
- রিশি ধাওয়ান,
- গুরনুর সিং ব্রার,
- শিভম সিং,
- কাগিসো রাবাডা
- স্যাম কারান,
- ম্যাথু শর্ট,
- হারপ্রীত ভাটিয়া,
- অথর্ভ টাইডে,
- সিকান্দর রাজা,
- লিয়াম লিভিংস্টোন,
- ন্যাথান এলিস
- হারপ্রীত ব্রার,
- বিদ্বথ কাভেরাপ্পা,
এই প্রতিবেদনে আপনারা দেখলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম পাঞ্জাব কিংস লাইভ স্কোর। আরো অন্যান্য ম্যাচের লাইভ স্কোর গুলোও দেখতে হলে অবশ্যই আমাদের আইপিএল ক্যাটাগরি দেখবেন। এখানে আইপিএলের সকল খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন করা হয়।
অন্যান্য- গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স