SRH Vs KXIP Live, সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস লাইভ

Jahid Hasan

আইপিএলের আজকের ম্যাচে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস। অর্থাৎ SRH Vs KXIP খেলা দেখতে আগ্রহী যারা তারা এখান থেকে দেখতে পারবেন। কিভাবে আপনারা এই খেলা উপভোগ করবেন এবং দেখবেন সে বিষয় সম্পর্কে তুলে ধরা হচ্ছে বিস্তারিত আলোচনা।

সানরাইজ হায়দ্রাবাদ স্কোয়াড

বর্তমানে হায়দ্রাবাদ প্রচন্ড পারফরমেন্সের সাথে এগিয়ে যাচ্ছে। বিগত ম্যাচগুলোতে তাদের ব্যাটিং পারফরমেন্স ছিল অনেক ভালো। আসুন দেখে নেই এবারের এই টিমে কে কে থাকছেন।

 • এইডেন মার্করাম,
 • মায়াঙ্ক আগারওয়াল,
 • হেনরিখ ক্লাসেন,
 • আব্দুল সামাদ,
 • আনমলপ্রীত সিং,
 • সনভীর সিং,
 • উপেন্দ্র সিং যাদব,
 • নীতিশ কুমার রেড্ডি,
 • শাহবাজ আহমেদ,
 • অভিষেক শর্মা,
 • মার্কো জেনসেন,
 • উমরান মালিক
 • ওয়াশিংটন সুন্দর,
 • মায়াঙ্ক মার্কান্ডে,
 • রাহুল ত্রিপাঠি,
 • ওয়ানিন্দু হাসারাঙ্গা,
 • প্যাট কামিন্স,
 • গ্লেন ফিলিপস,
 • ভুবনেশ্বর কুমার,
 • থাঙ্গারাসু নাটারাজন,
 • ফজল হক ফারুকি
 • আকাশ সিং,
 • আবিদন মুশতাক,
 • ঝাতাভেদ সুব্রীমানিয়েন
 • জয়দেব উনাদকাট,
 • ট্রাভিস হেড,
 • নান্দ্রে বার্গার

সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস লাইভ

এই খেলা শুরু হবে পূর্বের সময়ের মতো বাংলাদেশ সময় অনুসারে রাত আটটা থেকে। আর যারা এই খেলা দেখতে আগ্রহী তারা এখান থেকে দেখতে পারবেন সরাসরি। কেননা খেলা শুরু হওয়া মাত্র এখানে একটি স্কোর বোর্ড চালু হবে। আর এখান থেকে একজন দর্শক সরাসরি খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এভাবেই আপনারা আমাদের ওয়েবসাইট থেকে প্রতিনিয়ত আইপিএলের সকল ম্যাচগুলো দেখতে পারবেন।

যদি এই খেলার সংক্ষিপ্ত পরিসংখ্যান হিসাব করি তাহলে দেখা যায় তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কেননা তারা সবচেয়ে বেশি সংখ্যক বার জয় লাভ করেছে একে অপরের বিপক্ষে যতগুলো ম্যাচ খেলেছেন। অন্যদিকে ২০২৪ সালের আইপিএলেও গড় অনুসারে তারা এগিয়ে রয়েছে অনেক বেশি। তবে আজকের এই ম্যাচে কেমন পারফরমেন্স হয় সেটি দেখতে হলে অবশ্যই আমাদের নিউজগুলো নিয়মিত করতে হবে আপনাকে।

পাঞ্জাব কিংস স্কোয়াড ২০২৪

 • জিতেশ শর্মা,
 • প্রভসিমরান সিং,
 • সিকান্দর রাজা,
 • আর্শদীপ সিং, ,
 • রিশি ধাওয়ান,
 • গুরনুর সিং ব্রার,
 • লিয়াম লিভিংস্টোন,
 • কাগিসো রাবাডা
 • স্যাম কারান,
 • ন্যাথান এলিস
 • হারপ্রীত ব্রার,
 • ম্যাথু শর্ট,
 • হারপ্রীত ভাটিয়া,
 • অথর্ভ টাইডে,
 • শিখর ধাওয়ান,
 • জনি বেয়ারস্টো
 • রাহুল চাহার,
 • শিভম সিং,
 • বিদ্বথ কাভেরাপ্পা,

এই প্রতিবেদনে আপনারা পড়লেন এবং দেখলেন সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস লাইভ খেলা। আরো অন্যান্য আইপিএলের ম্যাচগুলো দেখতে হলে আপনারা আইপিএল খবর ক্যাটাগরি দেখবেন অবশ্যই।

অন্যান্য- KKR VS CSK

Share This Article