নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব ১

Shaheda Jannat
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব ১

প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবার জন্য রইল শুভ কামনা কেননা আর মাত্র কয়েকটা দিন বাকি আপনাদের কাঙ্ক্ষিত চাকরির নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিন্তা করার কোন কারন নেই সবার জীবনে যে সফলতা এক বারে আসবে তা নয় কারো কারো একটু ধৈর্য ধারণ করতে হয়। আজকের এই পোষ্ট টির মাধ্যমে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম আশা করি চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের কাছে আসবে।

বাংলা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  • বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা ………… কাব্য
  • কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছেন …………. যতীন্দ্রমোহন বাগচী
  • ” রূপসী বাংলা ” গ্ৰহ্নটি কে রচনা করেছেন ……… জীবনানন্দ দাশ
  • বাংলা সাহিত্যের চলিত রীতির প্রর্বতক কে ……. প্রমথ চৌধুরী
  • ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ………. ধ্বনি
  • কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই ……….. অ
  • নিচের কোন শব্দটি জাপানি ভাষার ………. রিকশা
  • পতাকা এর সমার্থক শব্দ কোনটি ………. কেতন
  • মৈমনসিংহ গীতিকা সংগ্ৰহ করেন …… চন্দ্রকুমার দে

নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব ১

১ লাখ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপের পরীক্ষা এছাড়াও ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যেসব প্রার্থীরা আবেদন করবেন তাদের জন্য ও খুব গুরুত্বপূর্ণ এই পোস্ট টি অবহেলা না করে মনোযোগ সহকারে পড়েন দেখবেন সবগুলো পরীক্ষাই অনেক সহজ হয়ে যাবে।

  • গুড়ে বালি কথাটির অর্থ কি ……. আশায় নৈরাশ্য
  • যা কষ্ট লাভ করা যায় ……. দুর্লভ
  • শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খন্ড রয়েছে …..১৩ টি
  • অনূদিত গ্ৰন্থ পদ্মাবতী এর মূল গ্ৰন্থের নাম কি . ‌।।।।।।। পদুমাবৎ
  • মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ‘ বুকের ভেতর আগুন ‘ এর রচয়িতা কে …… জাহানারা ইমাম
  • চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি ………….. ৬ টি
  • ” শিয়ালের চুক্তি ” বাগধারাটির অর্থ কি ………..অকোজো যুক্তি
  • যৌগিক শব্দের উদাহরণ ……. মিতালি
  • আসামী কোন ভাষার শব্দ ……….. আরবি
  • বাক্যের মৌলিক উপাদান ……. শব্দ
  • কাজী নজরুল ইসলামের কাব্যগ্ৰন্থ কোনটি …… ছায়ানট
  • কুহক এর স্ত্রীবাচক শব্দ কোনটি …….. কুহকিণী
  • ইচ্ছা বিশেষ্যের বিশেষণ কোনটি নির্দেশ করে ঐচ্ছিক

সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা অবহেলা না করে এইসব ছোট ছোট পোষ্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জানতে পারবেন কেননা এইসব প্রশ্ন ঘুরে ফেরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে। কবির ভাষায়

” যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই

পাইলে পাইতো পারো অমূল্য রতন ”

আমাদের এই foxbdnews থেকে ও আপনারা অমূল্য রতন পেতে পারেন একটু সাথে থাকলে।

Share This Article