জাতীয় সংসদের হুইপের কাজ কোনটি?

Shaheda Jannat

জাতীয় সংসদে হুইপ এর কাজ কী কী? দ্বাদশ জাতীয় নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে এবং জাতীয় সংসদে চিফ হুইপ এবং হুইপ নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় সংসদে হুইপের কাজ কী?

জাতীয় সংসদে হুইপের কাজ হলো সংসদের কর্মকান্ডে, ভোটাভুটিতে দলীয় সংসদ সদস্যদের যথাযথ অর্থাৎ দল যেভাবে চায় সেভাবে অংশগ্রহণ নিশ্চিত করা।

সংসদ নেতা ও উপনেতা অনুপস্থিত থাকলে হুইপ উনাদের পক্ষে কথা বলতে পারেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিফ হুইপ হিসেবে নির্বাচিত হয়েছেন যিনি তিনি হলেন,

মাধারিপুর ১- থেকে নির্বাচিত নূর ই আলম চৌধুরী। উনাকে নিযুক্ত অর্থাৎ নির্বাচিত করেছেন রাষ্ট্রপতি।

এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত আরো পাঁচ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আরোও দেখুন: চিফ হুইপ কী ও জাতীয় সংসদের হুইপের কাজ কোনটি?

যে পাঁচজন হুইপ হলেন:

  • নড়াইল_২ ,…… মাশরাফি বিন মর্তুজা
  • দিনাজপুর -৩ …… ইকবালুর রহিম
  • ৩৫ জয়পুরহাট -২ ….. আবু সাইদ আল মাহমুদ স্বপন
  • ২০৫ নারায়নগঞ্জ -২ ….. নজরুল ইসলাম বাবু
  • ২৯৬ কক্সবাজার – ৩ ….. সাইমুম সরওয়ার কমল

এবার জানা যাক চিফ হুইপ ও হুইপ হিসেবে নিয়োগ পেলেন যারা উনাদের কাজ কি? সংসদের সরকারি দলের মুখপাত্র হলেন চিফ হুইপ এবং চিফ হুইপের সাথে থাকেন কয়েকজন হুইপ উনারা সবাই সংসদ সদস্য।

  • চিফ হুইপ ও হুইপদের কাজ সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা।
  • নিজ দলের সদস্যদের পার্লামেন্ট বা আইনসভায় নিয়মিত হাজির করার ব্যবস্থা করা
  • সংসদে কোন বিল উত্থাপিত হলে দলের সব সদস্যরা যেন দলের পক্ষে একমত হয়ে ভোট দেন তা নিশ্চিত করা।

এছাড়াও হুইপ ও চিফ হুইপ বিভিন্ন সুযোগ সুবিধা পান চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়ত ও বাড়ি গাড়ি সকল সুযোগ সুবিধা পান প্রিয় পাঠক আজকে চিফ হুইপ ও হুইপদের কাজ আপনাদের সবার জন্য শেয়ার করলাম এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো যেমন,

  • মন্ত্রী পদমর্যাদায় চিফ হুইপ
  • প্রতিমন্ত্রীর পদমর্যাদায় হুইপ

বেতন ও বাড়ি ভাড়া, উন্নয়ন বরাদ্দের টাকা নিরীক্ষা মুক্ত, আপ্যায়ন ভাতা, চিকিৎসা খরচ, বাড়ি ভাড়া, বাড়ি সাজসজ্জা ও সহায়ক।

Share This Article