Big Boss 17 কে জিতবে? বিগ বস ১৭ রেজাল্ট দেখুন একসাথে?
আজকে ভারতের অন্যতম রিয়েলিটি শো Big Boss 17 কে জিতবে? সেই প্রসঙ্গে জানাবো আপনাদেরকে। এছাড়াও আপনারা আরো জানতে পারবেন বিগ বস ১৭ রেজাল্ট প্রসঙ্গে সকল তথ্যগুলো।
ভারতের মধ্যে যতগুলো রিয়েলিটি শো হচ্ছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বিগ বস। প্রায় দুই যোগ সময় ধরে এ রিলেটি শো চলে আসছে। হিসেবে ছিলেন বিভিন্ন ধরনের সেরা চলচ্চিত্র অভিনেতারা তবে দীর্ঘ সময় ধরে এখানে হোস্ট করে আসছে সালমান খান। প্রতিবারের মত এবারও রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছে হোস্ট হিসেবে সালমান খান। ২০২৩ সালের বিগ বস ছিল সিজন ১৭ অর্থাৎ বাংলায় মৌসম ১৭ যাকে বলা হয়। ১৬ টি সিজন শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং ২০২৩ সালের ১৭ সিজন চলছিল যার ফাইনাল রেজাল্ট দেওয়া হবে আজকে। ভারতের সময় অনুসারে ১৮ই জানুয়ারি ছয়টা থেকে এই শুরু হবে আর সেখানে ঘোষণা করা হবে বিগ বস কে হতে যাচ্ছে এ বছর।
বিগ বস ১৭ রেজাল্ট (Big Boss 17 Winner)
এবারের এই সিজনে মোট অংশগ্রহণ করেছে ১৭ জন। এই প্রতিযোগীর মধ্যে থেকে যে ভালো করতে পারবে সেই কেবলমাত্র এখানে উত্তীর্ণ হবে। বিগ বস সাধারণত একজনকে নির্বাচন করা হয়। আসুন এখান থেকে আমরা ১৭ পার্টিসিপেন্টের নামের তালিকা দেখে নেই।
Big Boss 17 Contestants
বিগ বস ফাইনাল যে পাঁচ জন প্রতিযোগী লড়বেন তারা হলেন– Ankita Lokhande, Mannara Chopra, Munawar Faruqui, Abhishek Kumar, and Arun Mahshettey।
- অভিষেক – দিন ০১
- অনুরাগ – দিন ০১
- অরুণ – দিন ০১
- ফিরোজা – দিন ০১
- ঐশ্বরিয়া – দিন ০১
- অঙ্কিতা – দিন ০১
- ইশা – দিন ০১
- মুনাওয়ার – দিন ০১
- নাভিদ – দিন ০১
- নীল – দিন ০১
- ভিকি – দিন ০১
- জিগনা – দিন০১
- মান্নারা – দিন ০১
- সোনিয়া – দিন ০১
- রিনকু – দিন ০১
- সানা – দিন ০১
- সানি – দিন ০১
এখন পর্যন্ত বিগ বস ১৭ রেজাল্ট প্রকাশ করা হয়নি। বর্তমান সময় পর্যন্ত এর অনুষ্ঠান চলমান রয়েছে। এর ফলাফল পাওয়া মাত্রই আপনাদেরকে আপডেটের মাধ্যমে আমরা জানিয়ে দেবো কে হতে যাচ্ছে বিগ বস ১৭. আর যারা এই সঠিক সরাসরি উপভোগ করতে চাচ্ছেন তারা কালার্স টিভিতে সরাসরি দেখতে পারবেন। একমাত্র আমাদের ওয়েবসাইটে এর সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। তবে এবারে বেশি প্রতিযোগিতা চলছে মুনওয়ার ফারুকী। তার জয়ের সম্ভাবনা রয়েছে আবার অন্যদিকে এগিয়ে রয়েছে অভিষেক। তবে যাই হোক এই ফলাফলের জন্য অপেক্ষায় যারা করছেন আরেকটু ধৈর্য ধরুন এবং আমাদের এখান থেকে দেখে নিন Big Boss 17 কে জিতবে।