১৮তম শিক্ষক নিবন্ধন আবেদন করার নিয়ম | NTRCA Apply Link 2023

Jahid Hasan
NTRCA Apply Link

আজকে আপনাদের সামনে তুলে ধরব ১৮তম শিক্ষক নিবন্ধন কিভাবে আবেদন করবেন সে বিষয়ে সম্পর্কে। অর্থাৎ এই আর্টিকেল পড়লে আপনারা শিক্ষক নিবন্ধন আবেদন করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। আসুন তাহলে দেখে নেই NTRCA Apply Link সম্পর্কে।

শিক্ষক নিবন্ধন আবেদন অনেকেই দোকান থেকে করে থাকে কিন্তু আবার অনেকে নিজেরাই করতে চায়। যদি নিজেরা আবেদন করতে চাই তাহলে সে ক্ষেত্রে কিছু নিয়ম কারণ মেনে চলতে হয়। আপনাদের জন্য আমরা আজকে পদ্ধতি নিয়ে এসেছি। মাধ্যমে আপনারা NTRCA Application Form পূরণ করতে পারবেন নিজেরাই। যদি আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন তাহলে কোন প্রকার সমস্যা হবে না এই আবেদন করার ক্ষেত্রে।

18 তম শিক্ষক নিবন্ধন apply গত ৯ নভেম্বর থেকে শুরু হয়ে গেছে ১৮তম শিক্ষক নিবন্ধন আবেদন করা। এবারের আবেদনে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস প্রার্থীরা ও আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করে নিতে হবে। অনলাইন ব্যতীত এখানে আবেদন গ্রহণ করা হবে না। অনেকে আছে যারা দোকান থেকে আবেদন করতে পারে না নিজে নিজেরাই আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন তাহলে আমরা নিচে থেকে দেখে নেই কিভাবে এখানে আবেদন করবেন সে বিষয়টি।

১৮ তম শিক্ষক নিবন্ধন আবেদন করার নিয়ম‌ (18 তম শিক্ষক নিবন্ধন apply)

এখানে আবেদন করতে হলে আপনার বেশ কয়েকটি বিষয় সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে। প্রথমে থাকতে হবে আপনার ইন্টারনেট সংযুক্ত একটি ডিভাইস। অবশ্যই প্রথমে আপনার ছবি এবং স্বাক্ষর সার্কুলার অনুযায়ী সাইজ করে নিতে হবে। যেমন ছবির ক্ষেত্রে 300 x 300 Pixel. স্বাক্ষরের ক্ষেত্রে 300 x 80 Pixel. এটি আপনি ফটোশপ অথবা ক্যানভি দিয়ে করতে পারেন।

Ntrca exam

NTRCA Apply Link

আবেদন করার জন্য প্রথমে আপনারা এই লিঙ্কে প্রবেশ করুন তারপর সেখান থেকে নির্বাচন করুন আপনি কোন পদে আবেদন করবেন। আপনি যে পদে আবেদন করবেন সে পদের ভিতর প্রবেশ করুন এবং সেখানে একটি আবেদন ফরম আসবে। আবেদন ফরমে যে সকল তথ্যগুলো দিতে হবে সেগুলো নিচে দেওয়া হল।

Name :
Father’s Name:
Mother’s Name:
Date of Birth:
gender:
Id card Number:

Present Adress:
Parmanent Adress:
Post office name and code:
Mobile Number:
Email:

SSC
Roll
Board
Reg
Result
Group
Passing year:

HSC
Roll
Board
Reg
Result
Group
Passing year:

Honours
Roll
Board
Reg
Result
Group
Passing year:

সাধারণত এই তথ্যগুলো আবেদন ফরমে দিতে হয়। এরপর পরবর্তী ধাপে আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি এবং স্বাক্ষর আপলোড করা হলেই আপনার ১৮তম শিক্ষক নিবন্ধন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি দেওয়ার নিয়ম

নিবন্ধনে আবেদন ফি দেওয়ার জন্য অবশ্যই টেলিটক সিম ব্যবহার করতে হবে। এবারে আবেদন ফি সর্বসাকুল্যে ‌360 টাকার মতো কেটে নেওয়া হতে পারে। যদি আবেদন ফ্রি পরিশোধ না করা হয় সে ক্ষেত্রে আবেদন সফল হবে না।

18th NTRCA Online Application Process 2023

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে বিস্তারিত অফিসিয়াল তথ্য ২০২৩

Ntrca exam
Ntrca exam

এনটিআরসিএ ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পিডিএফ ফাইল ডাউনলোড করুন

উপরের এটি হচ্ছে ১৮ তম শিক্ষক নিবন্ধন আবেদন করার নিয়ম। এরকম আরো অন্যান্য সরকারি চাকরির আবেদন কিভাবে করতে হয় সে বিষয়টি জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

More: ১৮ তম শিক্ষক নিবন্ধনের জন্য সেরা বই

শিক্ষক নিবন্ধন আবেদনের ওয়েবসাইট কোনটি?

ntrca.teletalk.com.bd

এবারের শিক্ষক নিবন্ধনে এইচএসসি পাশের শিক্ষার্থীর আবেদন করতে পারবে কি?

১৮তম শিক্ষক নিবন্ধনে এইচএসসি সমমান শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

নিবন্ধনের আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত?

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ ছিল তা সময় বর্ধিতকরণ করা হয়েছে।

শিক্ষক নিবন্ধন সম্পর্কিত পোস্ট সমূহ:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে?

শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য

সাধারণ জ্ঞান শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

Share This Article