নতুন মটোরোলা মোবাইল Motorola Edge 50 Ultra Price
আগামী সেপ্টেম্বর মাসে অফিসিয়াল ভাবে রিলিজ হতে যাচ্ছে নতুন মটোরোলা মোবাইল। তাই আজকে Motorola Edge 50 Ultra Specification নিয়ে হাজির হয়েছি। যাতে করে আপনারা এই মোবাইল সম্পর্কে আপডেট সকল তথ্যগুলো জানতে পারেন এবং বুঝতে পারেন।
বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে দিন দিন মটোরোলা মোবাইল। যদিও তেমন বিস্তৃতি করতে পারেনি তবে সাম্প্রতিক সময়ে বেশ বিস্তার ঘটেছে এই মোবাইল কোম্পানিটির। তবে আন্তর্জাতিক বিশ্বের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এর। তবে খুব শীঘ্রই বাংলাদেশে এর বিস্তার ঘটবে বলে আশা করা যাচ্ছে। এ মোবাইল অল্প দামে দুর্দান্ত পারফরমেন্সের কনফিগারেশন যুক্ত স্মার্টফোনগুলো প্রোভাইড করছে। আর খুব শীঘ্রই তারা নতুন মোবাইলের একটি মডেল নিয়ে হাজির হচ্ছে মার্কেটে তারা। নিজে থেকে এখন সেই কনফিগারেশন গুলো দেখে নিন যা দেওয়া হচ্ছে।
Motorola Edge 50 Ultra Price
যাদের বাজেট লাখ টাকার মধ্যে তারা অবশ্যই এই মোবাইলটি নিতে পারেন। কেননা এই বাজেটের মধ্যে অন্যান্য কোম্পানির মোবাইলের তুলনা এটিতে দিচ্ছে সবচেয়ে বেশি ফিচার এবং কনফিগারেশন যুক্ত ফিচার।
হার্ডওয়ার পারফরমেন্স
একটি মোবাইল কতটা ভালো পারফরম্যান্স করবে তা নির্ভর করে ওই মোবাইলের হার্ডওয়ার পারফরমেন্সের উপর। চলুন দেখি এ মোবাইলটি কি হার্ডওয়ার পারফরমেন্স দিচ্ছে।
- Qualcomm Snapdragon 8s Gen 3
- Octa core
- 16 GB RAM
ডিসপ্লে
যদি ডিসপ্লে কোয়ালিটি ভালো না হয় তাহলে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এবং গেমিং এর ক্ষেত্রে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আপনারা এখানে পাচ্ছেন হাই কোয়ালিটি ডিসপ্লে এবং বিভিন্ন ধরনের আধুনিক ফিচার।
- 6.7 inches (17.02 cm); P-OLED
- 1220×2712 px (FHD+)
- 144 Hz Refresh Rate
- Gorilla Glass Protection
Camera
আর যদি ক্যামেরার কথা বলা হয় তাহলে দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্স দিচ্ছে এখানে। কেননা ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ফিচার যুক্ত ক্যামেরা। যা দিয়ে ডিএসএলআর মত ছবি তুলতে পারবে একজন ব্যবহারকারী।
- 50 MP Wide Angle Primary Camera
- 50 MP Ultra-Wide Angle Camera
- 64 MP Telephoto (upto 3x Optical Zoom) Camera
- Dual LED Flash
Motorola Edge 50 Ultra Price 99,999 Tk
সকল কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে মোবাইলটি অফিসিয়াল ভাবে রিলিজ দেওয়া হবে। যারা মোবাইলটি কিনতে আগ্রহে তারা অবশ্যই সবকিছু দেখে শুনে তারপর কিনে নিবেন।
অন্যান্য প্রতিবেদন: Honor Magic 6 Specification