মার্কেটে এসেছে TECNO Mobile কোম্পানির স্মার্টফোন Tecno Pop 8
গতকাল বিকাল চারটায় লঞ্চ হয়েছে জনপ্রিয় কোম্পানি টেক এর নতুন স্মার্টফোন Tecno pop 8 এই স্মার্টফোনটিতে ডুয়েল স্পিকার পাওয়া যাবে। স্মার্টফোনটিতে ব্যবহৃত হবে 5,000mAh এর ব্যাটারী।
মাত্র ১৪ হাজার টাকায় পাওয়া এই 4G স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ করা হয়েছে।
এতে ব্যবহৃত হয়েছে 1080 মেগাপিক্সেলের ক্যামেরা। এর Ram 4 GB এবং Rom 128 GB। টেকনো কোম্পানির লঞ্চকৃত techno pop 8 এ দশ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও এতে রয়েছে ওক্তাকোর সিপিআই ব্যবস্থা। মোবাইলটিতে ইউনিসক টি ৬০৬ চিপসেট ব্যবহার করা হয়েছে।
আমার দেখা মতে 15 হাজার টাকার ভিতরে সেরা ফোরজি স্মার্টফোন এটি যেটিতে আপনি ভালো ফোরজি নেটওয়ার্ক লাভ করবেন। আপনার পছন্দ যদি ফ্রি ফায়ার, পাবজি , কল অফ ডিউটি ,ডিএলএস, ফিফা কিংবা এরকম কোন ভিডিও গেম হয় এবং আপনি যদি ভালো ব্যাকআপ পেতে চান, তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্যে । স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ১৩ গো এডিশন। সুতরাং বুঝতেই পারছেন এটি অর্থাৎ এই স্মার্টফোনটি ইমেজ এবং ভিডিও কলের ক্ষমতা অসাধারণ।
আরোও দেখুন: Samsung Galaxy S24 এর প্রত্যেক ক্রেতা পাচ্ছেন আকর্ষনীয় পুরষ্কার
আরোও দেখুন: Samsung Galaxy M54 5G মার্কেট কাঁপাতে আসছে স্যামসাং ৫জি এই ফোনটি